করোনা পরীক্ষা ‘স্রেফ অপচয়’ : বিল গেটস
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস মন্তব্য করেছেন, দ্রুত রিপোর্ট না পাওয়া গেলে সেই কোভিড-১৯ পরীক্ষা ‘স্রেফ অপচয়।’
সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা পদ্ধতির সমালোচনা করেন মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা। তিনি বলেন, বেশিরভাগ পরীক্ষাই ‘অপচয়’, কারণ রিপোর্ট আসতে অনেক বেশি সময় লাগে।
বিল গেটস বলেন, ‘সোজা কথা হলো মানুষকে ৪৮ ঘণ্টা পর তার করোনা পরীক্ষার ফলাফল দেওয়ার কোনো মানে হয় না। এভাবে টেস্ট করানোটা একেবারে অপচয় ছাড়া কিছু না। আমরা যেসব টেস্ট করছি এগুলোর বেশির ভাগই আসলে অপচয়।’
করোনা পরীক্ষার রিপোর্ট পেতে তিন দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগার পরেও ওই পরীক্ষার জন্য অর্থ পরিশোধ করাকে তিনি ‘কাণ্ডজ্ঞানহীনতা’ বলে উল্লেখ করেন।
বিল গেটসের এ অভিযোগ মেনে নিয়েছেন দেশটির ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের সহকারী মন্ত্রী ব্রেত জিওয়া।
সিএনএনকে তিনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া না গেলে আমরা কখনোই টেস্টিং নিয়ে সন্তুষ্ট হতে পারব না। আমি খুশি হব যদি সবখানে পয়েন্ট অব কেয়ার টেস্টিং সেবা চালু করা যায়। আমরা এখনও সেখানে পৌঁছাতে পারিনি। তবে এটি করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’