Lead Newsআন্তর্জাতিক

করোনা মোকাবেলায় চীনের অগ্রগতি

করোনাভাইরাসে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবারও চীনে আরও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৪। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন।

আক্রান্ত মানুষের সংখ্যা হয়েছে ৭৪ হাজার ১৮৫ জন। বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ১০ জনের।

তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করেছেন, ভাইরাস মোকাবেলায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক ফোনালাপে তিনি বলেন, ‘মহামারী নিয়ন্ত্রণে চীনের দক্ষ ও ব্যাপক পদক্ষেপের কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে।

বরিসকে জিনপিং আরও জানান, ভাইরাসবিরোধী লড়াই এখন তুঙ্গে। তার সরকার সমগ্র দেশে নজরদারি জোরদার করেছে। মহামারী প্রতিরোধে সবচেয়ে কার্যকর ব্যবস্থা নিয়েছে। ব্যাপক প্রস্তুতি ও প্রচেষ্টার ফলে পরিস্থিতির ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে দাবি করেন তিনি। খবর সিএএনের।

প্রায় ২ মাস ধরে চীনের উহানের হাসপাতালগুলোয় জরুরি সেবা দিয়ে চলেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু তা সত্ত্বেও এড়ানো যাচ্ছে না মরণভাইরাসের কামড়। গত কয়েক দিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের মধ্যেই কয়েকজন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।

তবে এখনই এটা বলা সম্ভব নয় যে আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে। তবে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের দাবি, সংক্রমণের হার দ্রুতই কমে আসছে। উহানে গত দুই সপ্তাহ ধরে সংক্রমণের সংখ্যা কমছে বলেও দাবি প্রতিষ্ঠানটির।

সরকারপন্থী সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদক হু শিন এক টুইটার বার্তায় বলেছেন, ‘করোনা মোকাবেলায় চীন এখন বিজয়ের পথে।’ তিনি বলেন, হুবেই প্রদেশের বাইরে আক্রান্তের সংখ্যা ১০০-এর নিচে নেমে এসেছে।

করোনা কেড়ে নিয়েছে কয়েকজন বিখ্যাত মানুষের প্রাণ : করোনাভাইরাসে প্রতিটি মৃত্যুই তাদের প্রিয়জনদের কাছে ভয়াবহ যন্ত্রণা নিয়ে হাজির হয়েছে। এর মধ্যেও কিছু মৃত্যু তাদের পাশাপাশি শোকাচ্ছন্ন করেছে সমগ্র চীনকে, নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের।

ভাইরাসটি উহানের কয়েকজন বিখ্যাত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। যাদের মধ্যে আছেন একজন চিত্রশিল্পী, একজন চলচ্চিত্র পরিচালক, একজন বিজ্ঞানী, একজন বডিবিল্ডার ও দু’জন চিকিৎসক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =

Back to top button