করোনা রোগীর করুণ মৃত্যু দেখে ডাক্তারের আত্মহত্যা
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্তদের সামনের সারি থেকে চিকিৎসা দিচ্ছিলেন ডা. লরনা এম. ব্রিন। তবে গত রবিবার তিনি আত্মহত্যা করেছেন।
তার পরিবারের দাবি, করোনাভাইরাসে আক্রান্তদের কঠিন মৃত্যু চোখের সামনে দেখে সহ্য করতে পারছিলেন না লরনা। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। একপর্যায়ে আত্মহত্যা করেন।
জানা গেছে, নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান অ্যালেন হসপিটালের জরুরি বিভাগের প্রধান ছিলেন লরনা। ম্যানহাটন হসপিটালে দায়িত্বরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর করুণ মৃত্যু দেখেছেন তিনি। এরপর সে ব্যাপারে পরিবারের সদস্যদের সঙ্গেও আলাপ করেন। একপর্যায়ে গত রবিবার ৪৮ বছর বয়সী এই চিকিৎসক আত্মহত্যা করেন।
মারা যাওয়ার আগে তিনি পুলিশের কাছে ফোন করে জানিয়েছিলেন যে, আত্মহত্যা করবেন। পুলিশ তার ফোনকল পেয়ে সাড়াও দিয়েছিল। কিন্তু ততক্ষণে লরনা আত্মহত্যা করেন। সূত্র : ডেইলি মেইল