Breakingতথ্যপ্রযুক্তি
করোনা লড়াইয়ে ভারতকে গুগলের অনুদান
ভারতে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ১৩৫ কোটি রুপি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে জায়ান্ট সার্স ইঞ্জিন গুগল। গুগলের গুগল ডট অর্গ দুটি বড় অনুদান ২০ কোটি রুপি দান করবে।
এসব তহবিল দিয়ে জরুরি স্বাস্থ্যসেবার সরঞ্জাম সরবরাহ দেয়া হবে। এর মধ্যে রয়েছে অক্সিজেন, পরীক্ষার সরঞ্জাম। প্রথম পদক্ষেপে যেসব পরিবার এই করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ‘গিভইন্ডিয়া’র অধীনে নগদ অর্থ সহায়তা দেয়া হবে।
বাকি অর্থ দেয়া হবে ইউনিসেফের কাছে। তারা এই অর্থ দিয়ে জরুরি মেডিকেল সরঞ্জাম সরবরাহ করবে। গুগল ইন্ডিয়ার কান্ট্রি হেড এবং ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্ত এসব তথ্য দিয়েছেন।
এই অর্থ থেকে জনস্বাস্থ্য বিষয়ক প্রচারণায় সহায়তা দেয়া হবে।