Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

করোনা সর্বশেষ: মৃত ২ লাখ ৬৭ হাজার, আক্রান্ত ৩৮ লাখ ৬১ হাজার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বৃহস্পতিবার রাতে বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬৫ হাজারের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩৮ লাখ ৬১ হাজার ৪৮৭ জন। তাদের মধ্যে বর্তমানে ২২ লাখ ৭২ হাজার ৭২৮ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ১১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৩ লাখ ২১ হাজার ৪১৭ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ৬৭ হাজার ৬৪ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময়ে আক্রান্ত হয়েছেন আরো ৭০৬ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস রিলিজের মাধ্যমে মৃত্যুর সংখ্যা জানানো হয়েছে।

এর আগে দুপুরে অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের সময় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আক্রান্তের সংখ্যা জানালেও মৃতের সংখ্যা জানাতে পারেননি। এ সময় তিনি বলেছিলেনন, ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না। এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দেব।’

পরে অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমাদের এখন সবকিছুর পরিধি বেড়ে গেছে। আমাদের আক্রান্তের সংখ্যাও বেড়ে গেছে। ওই সময় পর্যন্ত মৃতের সঠিক সংখ্যাটা আমাদের হাতে এসে পৌঁছেনি বলে জানাতে পারিনি। আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি।’

এর কিছু পরেই বিকেল সাড়ে ৫টার দিকে প্রেস রিলিজ দিয়ে গত ২৪ ঘণ্টায় মৃতের তথ্য জানালো স্বাস্থ্য অধিদপ্তর।

ডা. নাসিমা সুলতানা স্বাস্থ্য আজকের অনলাইন বুলেটিনে আরো জানিয়েছিলেন, এ নিয়ে দেশে মোট ১২ হাজার ৪২৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৮৬৭ জনের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩০ জন সুস্থ হয়েছে এবং গতকাল বুধবার ৩৭৭ জন সুস্থ হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + sixteen =

Back to top button