বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ সময় বেলা সাড়ে দশটায় রওনা দিয়ে জামাল ভূঁইয়ারা কাতার পৌছায় দুপুর পৌনে দুইটায়। বিমানবন্দরে নেমে করোনা টেস্ট দেয় ফুটবলাররা ও দলের সাথে থাকা কর্মকর্তারা। করোনা পরীক্ষায় নেভেটিভ ফলাফল এসেছে সকলের।
এর আগে ,কাতারের উদ্দেশে উড়াল দেয়ার আগে করোনা পজেটিভ হয়েছেন মনজুরুল রহমান। দলের সাথে যেতে পারেননি তিনি। করোনা আক্রান্ত জেমি ডে’র অবর্তমানে দল সামলাবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। দোহা পৌঁছে ৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ফুটবলারদের।
আগামী ৪ ডিসেম্বর এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। তার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ রয়েছে কাতারের ক্লাব দলের বিপক্ষে।