কাতার ফুটবল বিশ্বকাপঃ হোটেলে যুক্ত হচ্ছে ১৫ হাজার কক্ষ
চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও আবাসিক হোটেলগুলোতে চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় ১ হাজার ৪০০ কক্ষ যুক্ত করেছে কাতার।
দেশটির রিয়েল এস্টেট কনসালটেন্সি ফার্ম কুশম্যান এবং ওয়েকফিল্ড প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আশা করা হচ্ছে, আগামী ১২ মাসে কাতারের হোটেলগুলোতে প্রায় ১৫ হাজার নতুন কক্ষ যুক্ত হবে।
খবরে বলা হচ্ছে, কাতারে হোটেলে চাবির সরবরাহ ২০২১ সালের জুনের মধ্যে ২৯ হাজার ৬৮৮টিতে পৌঁছেছে। বছরে এটা ৭ শতাংশ বৃদ্ধি। চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় ১ হাজার ৪০০টি চাবি হোটেল বাজারে যোগ করা হয়েছে। ২০২২ সালের নভেম্বরে ফিফা বিশ্বকাপের জন্য আনুমানিক সরবরাহের উপর ভিত্তি করে বলা হচ্ছে, কুশম্যান ও ওয়েকফিল্ড আগামী ১২ মাসে ১৫ হাজার চাবি সরবরাহ করবে, যা হোটেল বাসস্থানের ক্ষেত্রে অভূতপূর্ব প্রবৃদ্ধির প্রতিনিধিত্ব করবে।
আতিথেয়তায় কাতারে বিলাসবহুল হোটেল রাজস্ব এবং বাজার শেয়ারের দিক থেকে সেরা। প্রায় ৬২ শতাংশ হোটেল কক্ষ (অ্যাপার্টমেন্ট বাদে) ফইভ স্টার হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এই উন্নয়নের অধীনে কক্ষের চাবিগুলোর অনুরূপ ভাগ উচ্চতর বা বিলাসবহুল প্রতিষ্ঠানগুলোতেও হবে বলে আশা করা হচ্ছে।
গত দুই বছরে নতুন সরবরাহের সবচেয়ে উল্লেখযোগ্য ডেলিভারি হল হোটেল-অ্যাপার্টমেন্ট, যাতে রয়েছে ৮ হাজার ২০টি চাবি। এ সংখ্যা সামগ্রিক সরবরাহের ২৭ শতাংশ।
খবর বলছে, কোয়ারেন্টাইনের উদ্দেশ্যে ব্যবহৃত কক্ষগুলো ছাড়া বছরের প্রথম ছয় মাসের তুলনায় বছরে ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অকুপেসি হারের বৃদ্ধিও রাজস্বের মধ্যে প্রতিফলিত হয়। সেক্ষেত্রে গড় দৈনিক হার (এডিআর) ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং জুনের শেষে গড় কক্ষ প্রতি আয় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জুনের মধ্যে হোটেল সেক্টরে গড় এডিআর বেড়েছে কিউআর ৪৩৮।
কাতারের আতিথেয়তা খাত আগামী মাসগুলোতে শক্তিশালী পুনরুদ্ধারের সাক্ষী হবে বলে আশা করা হচ্ছে, যা বৈশ্বিক এবং স্থানীয় সেবার উন্নতিতে সাহায্য করবে।
কুশম্যান ও ওয়েকফিল্ডের জেনারেল ম্যানেজার এড ব্রুকস বলছেন, আবাসনের এই প্রবৃদ্ধি বিশ্বকাপ-পরবর্তী অকুপেসি হারের ওপর চাপ সৃষ্টি করবে। যাইহোক, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক হিসেব কাতারের পর্যটন এতটা চাঙ্গা প্রত্যাশা করা হয়নি।
সূত্রঃ দ্য পেনিনসুলা