Breakingসম্মান ও স্বীকৃতি

কাতার বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়ে স্বর্ণপদক পেলো হাফেজ আবু তালেব

বাংলাদেশের চট্টগ্রামের কৃতি সন্তান হাফেজ মুহাম্মদ আবু তালেব। কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাফেজ আবু তালেবের হাতে স্বর্ণপদক সম্মাননা তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি।

দ্য পেনিনসুলাকাতার ডটকম-এর তথ্য মতে, রোবাবার কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানির উপস্থিতিতে কাতার বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন অনুষ্ঠান হয়।

সমাবর্তন অনুষ্ঠানে হাফেজ মুহাম্মদ আবু তালেব ছাড়াও দেশ-বিদেশের আরও ১০৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক সম্মাননা তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ৭৩৩ জন শিক্ষার্থীকে স্নাতক সম্মাননা প্রশংসাপত্র প্রদান করেন। ২০১৯ ও ২০২০ সালের ৩১৮৮ জন শিক্ষার্থী স্নাতক অর্জন করেন।

হাফেজ মুহাম্মদ আবু তালেব কুরআনুল কারিমের একজন হাফেজ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করার পর থেকে কুল্লিয়া প্রথম বর্ষ (মিশকাত) পর্যন্ত দীর্ঘ ১০ বছর এখানে অধ্যায়ন করেছেন।

২০১১ সালে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরে শিক্ষাবৃত্তি নিয়ে হাফেজ আবু তালেব কাতার গমন করেন। মাধ্যমিক স্তরের শিক্ষা সফলতার সঙ্গে শেষ করে ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন হাফেজ আবু তালেব। পরে উচ্চশিক্ষা অর্জনে স্নাতকে পড়াশোনার চিন্তা করেন তিনি।

স্নাতকে পড়াশোনার সময় ২০১৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথমবারের মতো তিনি ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। ২০২০ সালে পুনরায় ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়ে সুনামের সঙ্গে এখনও এ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এ বিশ্ববিদ্যালয় থেকেই সফলতার সঙ্গে ২০১৯ সালে শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এ অর্জনের কারণে দেশটির আমিরের হাত থেকে স্বর্ণপদক পান হাফেজ আবু তালেব।

বর্তমানে কাতার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি একই বিশ্ববিদ্যালয়ের ফিকহ ও উসুলে ফিকহ বিভাগে উচ্চতর ডিগ্রি অর্জনে অধ্যয়ন করছেন হাফেজ মুহাম্মদ আবু তালেব।

তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উত্তর মাদ্রাসা গ্রামে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 19 =

Back to top button