কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যান তারা।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি বিএসএমএমইউয়ে ওবায়দুল কাদেরের পাশে ১৫ মিনিট অবস্থান করেন।রাষ্ট্রপতি এসময় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবংকাদেরের আশু আরোগ্য কামনা করেন।
চিকিৎসরা রাষ্ট্রপতিকে জানান, কাদেরের স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। অল্প সময়ের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
বিএসএমএমইউ ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ রাষ্ট্রপতির দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
গত শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে এক সভায় যোগদানকালে ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তাঁকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
গত বছর ২ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়েই বঙ্গবন্ধু মেডিকেলে গিয়েছিলেন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা।
অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, ভর্তি করা হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সুত্র বাসস