কানাডায় ভয়াবহ দাবানল, মৃত্যু ৫ শতাধিক
তীব্র দাবদাহে গত কয়েক দিন ধরে বিপর্যস্ত কানাডায় দাবানলে পুড়ে গেছে একটি গ্রামের প্রায় ৯০ ভাগ। দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। দাবদাহে মৃতের সংখ্যাও ৫০০ ছুঁইছুঁই।
এদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যেও তীব্র গরমে দিশেহারা মানুষ। অসুস্থ হয়ে হাজার হাজার মানুষ ভর্তি হচ্ছেন হাসপাতালে।
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লায়টন গ্রামের ৯০ শতাংশ পুড়ে গেছে দাবানলে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। ঘরহারা হয়েছেন কয়েকশ’ মানুষ। পুরো গ্রামটি ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে কয়েক দিনে দেশটিতে তীব্র দাবদাহে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পাঁচশ’। এর মধ্যে ব্রিটিশ কলম্বিয়ায় সবচেয়ে খারাপ অবস্থা। বয়স্করাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। আরো কয়েক দিন এই পরিস্থিতি বিরাজ করবে বলে জানায় দেশটির আবহাওয়া দপ্তর।
একইভাবে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যেও দাবদাহে দিশেহারা মানুষ। সিয়াটল, পোর্টল্যান্ডের তাপমাত্রা এরই মধ্যে সব রেকর্ড ছাড়িয়েছে। ওঠানামা করছে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েক দিনে দেশটিতে মারা গেছেন শতাধিক মানুষ। এর মধ্যে ওয়াশিংটনেই ২০ জন মারা গেছেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হাজার হাজার মানুষ। সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।