Lead Newsঅপরাধ ও দূর্ঘটনা

কাফনে মোড়ানো ফেনসিডিল

লাশবাহী গাড়ি দেখলেই ভিড়ের মধ্যেও রাস্তা খালি করে দেওয়ার চেষ্টা করে যে কেউ । সচরাচর তল্লাশিও চালায় না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা । আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে ফেনসিডিল পাচার করছিল এক শ্রেণীর মাদক কারবারি ।

শুধু তাই নয়, গাড়ির ভেতরে কাফনের মতো করে সাদা কাপড় পেঁচিয়ে রাখা হয়েছিল ফেনসিডিলের বোতলগুলো । যেন দেখে মনে হয় লাশ রাখা হয়েছে ।

আর লাশবাহী গাড়ির ‘লাশের’ স্বজন সেজে পেছনে আরেকটি গাড়িতে ছিল পাচারকারীরা। কিন্তু শেষ রক্ষা আর হয়নি । অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের এই চক্র রোববার বিকালে ঢাকার শাহবাগে ধরা পড়েছে।

এই পাচারে যুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২), মো. সোহেল মিয়া ওরফে এমিলি (২৫) ও রোমন (২৩)।

তাদের কাছ থেকে ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে লাশবাহী গাড়ি ও একটি মাইক্রোবাস।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তল্লাশি করে সাদা কাফনের কাপড়ে মোড়ানো ফেন্সিডিলভরতি বস্তা উদ্ধার করা হয়।”

এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 6 =

Back to top button