সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে ভুল স্বীকার করায় এক বছরের শাস্তি কমানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরবেন ২০২০ সালের ২৯ অক্টোবর।
সাকিবের নিষেধাজ্ঞায় বাংলাদেশের ক্রিকেট প্রেমিদের বুক ভেঙ্গে গেলেও দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
শিশির এ বিষয়ে জানিয়েছেন, জীবনে কঠিন সময় আসবেই, আর এগুলোকে শক্তভাবে মোকাবিলা করতে পারাটাই কিংবদন্তিদের উদাহরণ। এসব বিষয় লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছেন শিশির।
ফেসবুকে শিশির লেখেন, ‘কিংবদন্তিরা কখনোই রাতারাতি কিংবদন্তি হয়ে যান না। তাঁদের অনেক কিছুর মধ্য দিয়েই যেতে হয়। কঠিন সময় আসবেই এবং তাঁরা জানেন কীভাবে শক্ত থেকে এসবের মোকাবিলা করতে হয়। আমরা জানি সাকিব আল হাসান কতটা শক্ত মনের মানুষ। এটা (আইসিসির নিষেধাজ্ঞা) বলা যায় নতুন শুরুর সূচনা। ও নিশ্চিতভাবেই আগের চেয়ে আরো শক্তভাবে ফিরে আসবে। ইনজুরির কারণে এর আগেও অনেকবার তাকে ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে। আমরা সবাই দেখেছি বিশ্বকাপে সে কী দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনাদের সবার সমর্থন ও ভালোবাসায় আমরা আপ্লুত। এই ঐক্যটা জাতি হিসেবে খুব দরকার আমাদের।’