ধর্ম ও জীবন
কুরবানির শরিকদের কেউ মারা গেলে অন্যরা কী করবেন?
প্রশ্ন: কুরবানির শরিকদের কেউ মারা গেলে তখন অন্যান্য শরিকরা কি করবে?
উত্তর: শরিকরা মাইয়েতের ওয়ারিশদের কাছে কুরবানির অনুমতি চাইবে। যদি তারা অনুমতি দিয়ে দেয় তাহলে স্বাভাবিক নিয়মে ওই পশু দিয়ে কুরবানি করবে এবং কুরবানির অন্যান্য গোশতের মতো ওয়ারিশরা তার গোশত খেতে পারবে এবং দান ও করতে পারবে।
ওয়ারিশরা অনুমতি না দিলে ওই শরিকের টাকা ফেরত দিয়ে দেবে। সেক্ষেত্রে মাইয়েতের স্থানে অন্য কাউকে শরিক করা যাবে।
সূত্র: বাদায়েউস সানায়ে -৪/২০৯, আল মুহিতুল বুরহানি ৮/৪৭৮, খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৫
উত্তর লিখনে: মুফতি সাদেকুর রহমান, মুফতি ও মুহাদ্দিস, শেখ জনূরুদ্দীন (র.) দারুল কুরআন মাদ্রাসা, চৌধুরীপাড়া ঢাকা