Lead Newsজাতীয়

কুয়েতে এমপি পাপুলের সাজা; রায়ের কপি সরকারের হাতে

সরকার সম্প্রতি কুয়েতের আদালতে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সাজার রায়ের কপি হাতে পেয়েছে। অর্থ ও মানবপাচার সংশ্লিষ্ট মামলায় উক্ত সংসদ সদস্যের বিরুদ্ধে এ রায় হয়।

উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম আয়োজিত রাজধানীর পূর্বাচল ক্লাবে ‘উই কালারফুল ফেস্ট ২০২১’ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন। খবর ইউএনবি নিউজ।

রায়ের কপি অনুযায়ী পাপুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমরা ৬১ পৃষ্ঠার রায়ের কপি পেয়েছি এবং এটি সঠিক জায়গায় প্রেরণ করা হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উদ্বিগ্ন ছিলাম যেহেতু বাংলাদেশের মতো যে কোনো রায় দিতে কুয়েতেও সময় লাগে এবং সেখানে রাষ্ট্রদূতকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।’

পাপুলের সংসদ সদস্য পদের বৈধতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। সংসদের বিধি মোতাবেক এটি সমাধান করা হবে।’

মোমেন বলেন, আবেদন না করায় সরকার দণ্ডপ্রাপ্ত সাংসদকে কোনো ধরনের আইনি সহায়তা দিচ্ছে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাপুল কূটনীতিক পাসপোর্ট বা সংসদ সদস্য হিসেবে কুয়েতে যাননি, তিনি সেখানে ব্যবসায়ী হিসেবে গিয়েছিলেন।

‘কুয়েতে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে এবং তিনি সেখানে আবাসিক ব্যবসায়ী হিসেবে অবস্থান করছিলেন,’ বলেন তিনি।

ইতোমধ্যে মানবপাচারের অভিযোগে কুয়েতে সাজাপ্রাপ্ত পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।

এর আগে, নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেয়া ও শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দাখিল করায় পাপুলের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২০ সালের ১৬ আগস্ট হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + two =

Back to top button