কৃষিপণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বাংলাদেশের যেসব কৃষিপণ্য বিভিন্ন দেশে রপ্তানি হয় সেগুলোর আন্তর্জাতিক মান নিশ্চিতের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার তিনি এ নির্দেশ দেন।
সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল ইসলাম।
পরিকল্পনামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা বিদেশে মাল পাঠাবেন, মান-সম্মানের প্রশ্ন আছে, হাইজিনের প্রশ্ন আছে। বাজার ধরে রাখতে হবে, তাই সেসব মাল যেন আন্তর্জাতিক মানের হয়।
রপ্তানির ক্ষেত্রে একটা নির্দিষ্ট আন্তর্জাতিক মান রয়েছে। প্রত্যেকটি মেনে চলতে হবে। না হলে আমাদের মাল অন্যরা নেবে না। তাই প্রধানমন্ত্রী বলেছেন, যত্ন করে মাল পাঠাবেন, প্রপার আইন-কানুন মেনে পাঠান, হাইজিন মেনে পাঠান।”
একনেক সভায় কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প অনুমোদন পায়। প্রকল্পের মোট ব্যয় ১৫৬ কোটি ৩৫ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারপ্রধানের নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, “বর্তমানে কৃষি থেকে ১ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়। সঠিকভাবে মান যাচাই করে কৃষিপণ্য রপ্তানি করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষি রপ্তানি বাড়ানোর নির্দেশ দিয়েছেন, যাতে করে বিশ্বে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পায়। কৃষিপণ্য রপ্তানিতে আরও সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়েছে।”