Lead Newsরাজনীতি

‘কেউ ধরা পড়লে বলবেন দল দায় নেবে না, তা হবে না’

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে চলমান ‘শুদ্ধি অভিযান’ প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ক্ষমতাসীনদের উদ্দেশে বলেছেন, দলের কেউ ধরা পড়লে বলবেন দল দায় নেবে, এমনটি হবে না।

ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় জনসভায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে শনিবার এক জনসভায় মেনন এসব কথা বলেন।

ক্ষমতাসীন দলের উদ্দেশে জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, যখন কেউ ধরা পড়ে তখন বলেন, দল কোনো দায় নেবে না। তাহলে কে দায় নেবে? বনে থাকলে দাপিয়ে বেড়াবেন। আর বনের মধ্যে যখন অন্যায় করে ধরা পড়ে যাবেন তখন বলবেন, দায় নেব না। এই দায় নিতে হবে।

রাশেদ খান মেনন আরও বলেন, সংসদে ঋণখেলাপিদের নাম প্রকাশের সময় একইসঙ্গে টাকা পাচারকারীদের পরিচয়ও প্রকাশ করতে হবে। সেখানে অনেক পরিচিত লোকের নামও দেখা যাবে। অনেক পরিচিত নেতা আছেন, যাদের কথা লুকানোর জন্যই টাকা পাচারকারীদের নাম প্রকাশ করা হয় না।

জনসভায় অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পার্টির পলিটব্যুরো সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, মাহমুদুল ইসলাম ও কামরুল আহসান। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

Back to top button