Lead Newsজাতীয়

কে এই ত্ব-হা আদনান? কেন এতো আলোচিত?

 

গত এক সপ্তাহ ধরে অনলাইন ভিত্তিক সকল সোশাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় একটি নাম বারবার আলোচিত হচ্ছে।  আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। মানুষ হারিয়ে গেলে অথবা মৃত্যুবরণ করলে সেই মানুষের ভালোমন্দ নানান দিক আলোচিত হয়, আলোচিত হয় বর্ণাঢ্য জীবন। আবু ত্ব-হা আদনানের ক্ষেত্রেও এমনই হয়েছে।  গত ১০ জুন দিবাগত রাত ২টা ৩৭ মিনিটে গাবতলী ও মিরপুরের মাঝামাঝি স্থান থেকে নিখোঁজ হন আদনান। সাথে তাঁর সফরসঙ্গী মুহাম্মদ আব্দুল মুহিত আনসারী, ফিরোজ আলম এবং ড্রাইভার আরিফুদ্দীন মোহাম্মদ ফয়েজও নিখোঁজ হন।

আদনান কে?
বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে ত্ব-হা মুহাম্মদ আদনান সম্পর্কে যা জানা যায়, তিনি একজন তরুণ ইসলামিক স্কলার।  ফেসবুক ও ইউটিউবে তাঁর অসংখ্য অনুসারী রয়েছে।
আবু ত্ব-হা আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৬ সালে এসএসসি, রংপুর সরকারি কলেজ থেকে ২০০৯ সালে এইচএসসি ও কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স পাস করেন। আরবি শেখেন বাড়ির পাশের আল জামিয়া আল সালাফিয়া মাদরাসায়। ২০১৮ সালে চ্যানেল নাইনের “আলোকিত জ্ঞানী” অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নিয়ে সারাদেশের মধ্যে রানার্সআপ হয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানের পক্ষ থেকে তিনি ওমরা পালন করে আসেন। এরপর আদনান ইউটিউবে একটি চ্যানেল খুলে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেয়া শুরু করেন। ইউটিউব চ্যানেলে তিনি কুরআন শিক্ষার আসর করেছিলেন। এ ছাড়াও বিভিন্ন মসজিদে তিনি খুতবা ও ইসলামী অনুষ্ঠানে বক্তা হিসেবে বক্তব্য রাখতেন এবং  তা ইউটিউব চ্যানেলে পোস্ট করতেন। এভাবে ইন্টারনেটভিত্তিক তার বিপুল পরিমাণ ফ্যান-ফলোয়ার্স তৈরি হয়েছিল।
দেশে সম্প্রতি সময়ে খুব জনপ্রিয় একজন বক্তা হয়ে উঠেছিলেন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ওয়াজের ভিডিওগুলো খুব সমাদৃত হয়েছিল। আর দশজন বক্তার মতো গতানুগতিক ছিলেন না আবু ত্ব-হা। অত্যন্ত স্মার্ট, পরিষ্কার ও মানসম্মত বাংলায় চমৎকার বাচনভঙ্গিতে কথা বলেন তিনি। প্রস্তুতি নিয়ে, গুছিয়ে, বিষয়ের মধ্যেই থেকে টু দ্য পয়েন্টে কথা বলেন। উচ্চারণে আভিজাত্য স্পষ্ট। প্রচলিত ওয়াজের ভঙ্গি তার নয়। কোরাআনের আয়াত ও হাদিসের আরবি ইবারতও আনেন বক্তৃতায়।
ক্রিকেটার থেকে জনপ্রিয় বক্তা একসময়কার তুখোড় ক্রিকেটার আফসানুল আদনান ত্ব-হা। রংপুরের ক্রিকেট অঙ্গনে সবার পরিচিত মুখ ছিলেন তিনি। স্নাতকে পড়ার সময় থেকেই ধর্মের প্রতি তাঁর ঝোঁক বাড়তে থাকে। বাবার মৃত্যুর পর রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নানার বাড়িতে বড় হয়েছেন তিনি। ৩১ বছর বয়সী আদনান ইসলাম ধর্মের প্রচুর বই পড়তেন এবং গবেষণা করতেন। দর্শনে স্নাতকোত্তর করা আদনান অল্পদিনেই হয়ে ওঠেন একজন ভালো ইসলামী বক্তা। তিনি উগ্রবাদকে সমর্থন করতেন না বলেও দাবি করেছেন স্বজনরা।

রংপুর মহানগরীর পায়রা চত্বর সেন্ট্রাল রোডের হাজী লেনের মামার বাড়িতে মা, বোন ও প্রথম স্ত্রীসহ থাকতেন তিনি। আড়াই বছর বয়সে বাবা মারা যাওয়ার পর ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নিজে আয় করেই সংসার চালাতেন আদনান। তার প্রথম স্ত্রী আবিদা নুরের তিন বছর বয়সি ছেলে ও দেড় মাস বয়সী একটি মেয়ে সন্তান আছে। এর মধ্যে তিন মাস আগে তিনি ঢাকার মিরপুরে সাবেকুন নাহার নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেছেন। সাবেকুন নাহার মিরপুরে আদনানের প্রতিষ্ঠিত মাদরাসার পরিচালক।

নিখোঁজ হন যেভাবে

রংপুর থেকে ঢাকায় যাওয়ার পথে  ১০ জুন দিবাগত রাত ২টা ৩৭ মিনিটে গাবতলী ও মিরপুরের মাঝামাঝি স্থান থেকে নিখোঁজ হন ইসলামিক স্কলার ও বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। সফরসঙ্গী মোহাম্মদ আবদুল মুহিত আনসারী, ফিরোজ আলম ও গাড়িচালক আরিফ উদ্দিন মো: ফয়েজও নিখোঁজ হন। ঘটনা জানার পর তার দ্বিতীয় স্ত্রী সাবেকুন নাহার ঢাকার দারুসসালাম থানায় গেলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা কিছুই গ্রহণ করেনি। পরে রংপুর কোতোয়ালি থানায় আদনানের মা আজেদা বেগম ও নিখোঁজ আরেকজনের ছোট ভাই ফয়সাল পৃথক দু’টি জিডি করেন। ১৪ জুন রংপুরের জিডির সূত্র ধরে রাজধানীর পল্লবী থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয় সাবেকুন নাহারের। এরই মধ্যে সাবেকুন নাহার প্রধানমন্ত্রীর কার্যালয়, র‌্যাব ও পুলিশের সদর দফতরে আদনানসহ নিখোঁজদের সন্ধান চেয়ে লিখিত আবেদন করেছেন। এ ছাড়া ঢাকায় সংবাদ সম্মেলনও করেছেন তিনি। কিন্তু এ পর্যন্ত তার সন্ধান করতে পারেনি পুলিশ।
এদিকে তার সন্ধানের দাবিতে জাতীয় সংসদে দাবিসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই মানববন্ধন ও সমাবেশ হচ্ছে। সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আজ শুক্রবার বেলা সোয়া ২টার দিকে আদনানের মামা আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানা, “জুমার নামাজের পরপর আদনানের প্রথম স্ত্রীর বাবার বাড়ি রংপুর নগরীর মাস্টার পাড়ায় আদনানকে পৌঁছে দিয়ে গেছে কিছু লোক। এমনটাই ওই বাড়ি থেকে তাকে জানানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 2 =

Back to top button