ধর্ম ও জীবন

কোন ১৩ কাজ না করলে নামাজ হয় না?

নামাজের বাইরে ও ভেতর ১৩টি কাজ এমন আছে, যেগুলো না করলে নামাজ হয় না। সেসব কাজকে ইসলামের পরিভাষায় ফরজ বলা হয়। সেগুলো হলো—

নামাজের বাইরে ৭ ফরজ

১. শরীর পবিত্র হওয়া। (সুরা : মায়েদা, আয়াত : ৬)

২. কাপড় পবিত্র হওয়া। (সুরা : মুদ্দাসসির, আয়াত : ৪)

৩. নামাজের জায়গা পবিত্র হওয়া। (সুরা : বাকারা, আয়াত : ১২৫; তিরমিজি হাদিস : ১, ৩)

৪. সতর ঢাকা। পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা, দুই হাতের কবজি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা ফরজ। তবে পর্দার ক্ষেত্রে নারীদের পুরো শরীরই সতরের অন্তর্ভুক্ত। (সুরা : আরাফ, আয়াত : ৩১; সুরা : নুর, আয়াত : ৩১; আবু দাউদ, হাদিস : ৪৯৬)

৫. কিবলামুখী হওয়া। (সুরা : বাকারা, আয়াত ১৪৪; বুখারি, হাদিস : ৬২৫১)

৬. ওয়াক্তমতো নামাজ পড়া। (সুরা : নিসা, আয়াত : ১০৩; বুখারি, হাদিস : ৫২১)

৭. অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা। (বুখারি : ১)

নামাজের ভেতর ৬ ফরজ

১. তাকবিরে তাহরিমা, অর্থাৎ নামাজের শুরুতে আল্লাহু আকবার বলা।

(সুরা : মুদ্দাসসির, আয়াত ৩; বুখারি, হাদিস : ৮৩৩, মুসলিম, হাদিস : ৪১১, ৪১২)

২. ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া। (সুরা : বাকারা, আয়াত ২৩৮; বুখারি ১/১৫০, হাদিস : ১১১৭, তিরমিজি ১/৬৬, হাদিস : ৩০৪)

৩. কেরাত পড়া। অর্থাৎ কোরআন থেকে ন্যূনতম ছোট এক আয়াত পরিমাণ পড়া ফরজ। (সুরা : মুজ্জাম্মিল, আয়াত ২০; বুখারি, হাদিস : ৬২৫১)

৪. রুকু করা। (সুরা : হজ, আয়াত ৭৭; বুখারি, হাদিস : ১১১৩, ১১১৪, মুসলিম, হাদিস : ৪১২)

৫. দুই সিজদা করা। (সুরা : হজ, আয়াত ৭৭; বুখারি, হাদিস : ৭৩৩, মুসলিম, হাদিস : ৪১১)

৬. শেষ বৈঠক করা। অর্থাৎ নামাজের শেষে তাশাহহুদ পরিমাণ বসা। (আবু দাউদ, হাদিস : ৯৭০)

বি. দ্র.: নামাজের কোনো ফরজ বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। সাহু সিজদা করলেও নামাজ শুদ্ধ হয় না। নামাজ পুনরায় পড়তে হবে। (আল বাহরুর রায়িক ১/৫০৫; ফাতাওয়া শামি ১/৪৪৭; হিদায়া ১/৯৮)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − three =

Back to top button