কোরবানি নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রধান শিক্ষক আটক
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোরবানি নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পবিত্র রায় নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে আটক করে থানায় হেফাজতে রাখা হয়েছে।
এর আগে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি চাষি জহির রায়হান থানায় ওই শিক্ষকের নামে থানায় অভিযোগ দেন।
পবিত্র রায় তালুক শাখাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি।
জানা যায়, বৃহস্পতিবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে কোরবানি নিয়ে একটি পোস্ট করেন শিক্ষক পবিত্র রায়। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ছড়িয়ে পড়ে। প্রতিবাদ জানায় ইসলাম ধর্মাবলম্বীরা। এরপর আজ (শুক্রবার) সকালে কালীগঞ্জ থানায় ধর্ম অবমাননার একটি অভিযোগ দায়ের হলে সেই শিক্ষককে আটক করে পুলিশ।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, অভিযুক্ত শিক্ষক পবিত্র রায় আমাদের হেফাজতে আছেন। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।