ক্রিকেট

ক্রিকেট খেলার অনুমতি দিলো তালেবান

আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের পর জাতীয় দলকে ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে তালেবান। এ তথ্য নিশ্চিত করেছেন আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। এর ফলে আফগান জাতীয় দলের ক্রিকেটরাদের অস্ট্রেলিয়া সফরের পথে আর বাঁধা থাকছে না।

তিনি জানান, ‘আফগান টিমকে টেস্ট ম্যাচ খেলার জন্য তালেবানের অধীনস্ত প্রশাসন অনুমতি দিয়েছে। এতে আশা জেগেছে, আফগান ক্রিকেট টিম তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ অব্যাহত রাখতে পারবে।’

২০০১ সালে ক্ষমতাচ্যুৎ হওয়ার আগে তালেবান বিভিন্ন ধরনের খেলাধুলাসহ বেশিরভাগ বিনোদনমূলক কার্যকলাপ নিষিদ্ধ করেছিল। শুধু তাই নয়, দেশের স্টেডিয়ামগুলোকে ফাঁসির স্থান হিসেবে ব্যবহার করত। তবে ক্রিকেট খেলার বিষয়ে তালেবানের খুব একটা আপত্তি ছিল না। বরং বহু তালেবান যোদ্ধা ক্রিকেটের ভক্ত।

আগামী ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে। গত বছর এই ম্যাচ অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর কারণে তা স্থগিত করা হয়। এটি হবে অস্ট্রেলিয়ার মাটিতে আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচ।

অস্ট্রেলিয়া সফরের আগে আফগান দল টি২০ বিশ্বকাপে অংশ নেবে। আগামী ১৭ অক্টোবর থেকে ১৫ নভেম্বরর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ক্রিকেটের এই শর্ট ভার্সনের বিশ্বকাপ।

আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শিনওয়ারি আরো জানান, চলতি মাসের শেষ দিকে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ সফর করবে।

সূত্র : পার্সটুডে

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =

Back to top button