রাজনীতি

ক্ষমতায় আ’লীগ একদিন থাকার ক্ষতি দুই বছরেও পূরণ হয় না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ একদিন ক্ষমতায় থাকলে দেশের যে ক্ষতি হয় তা দুই বছরেও পূরণ হয় না।’

শুক্রবার (১২ নভেম্বর) বিদ্যুত, গ্যাস, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন।

গয়েশ্বর বলেন, এ মুহূর্তে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারপ্রতিষ্ঠা করা জরুরি। কারণ যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না, তাদের মধ্যে জনগণের প্রতি দরদ থাকে না।

গ্যাস-তেলের দাম বাড়ায় কৃষি উৎপাদনের ব্যয় বেড়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, এ কৃষিপণ্যের উৎপাদন না বাড়লে খেসারত সবাইকে দিতে হবে। যেমনটা বর্তমানে বাজারে চালের দামসহ অনান্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আজকে সরকারি কর্মচারীদের বেতন ধাপে ধাপে বাড়ানো, এটা প্রমান করে দেশে দ্রব্যমূল্যে এক লাফে উঠে গেছে বলে তিনি মন্তব্য করেন। আজকে ব্যথাটা বিএনপির না, এটা জনগণের ব্যথা।

ইউপি নির্বাচন সম্পর্কে গয়েশ্বর বলেন, স্থানীয় সরকার নির্বাচন লক্ষ্য করবেন, এখানে কোনো রাজনৈতিক দলের প্রার্থী নেই। অথচ বৃহস্পতিবারের নির্বাচনে ৬ থেকে ৭ জন মারা গেছেন। জোর করে মনোনয়নপত্র কেড়ে নেওয়া হচ্ছে। এখন বিএনপি থাকলে অবস্থা কী হতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =

Back to top button