ক্ষমা চাইলেন কিম জং-উন
দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তাকে হত্যার জন্য ক্ষমা চেয়েছেন উত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা কিম জং-উন, বলেছে সিওল ।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুনকে প্রেরিত একটি চিঠির বরাত দিয়ে এই ক্ষমা চাওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিস ।
মিঃ কিম তার চিঠিতে দক্ষিণ কোরিয় নেতা মুন জা-ইনকে বলেন, এটি একটি”অবজ্ঞাপূর্ণ ঘটনা” যেটা কখনই হওয়া উচিত ছিল না ।
কিম আরও বলেন যে, মিঃ মুন এবং দক্ষিণ কোরিয়ার জনগণকে “হতাশ” করার জন্য তিনি “অত্যন্ত দুঃখিত” বোধ করছেন । আর এই ঘটনাটি নিয়ে এটি উত্তর কোরিয়ার প্রথম অফিসিয়াল মন্তব্য।
47 বছর বয়সী ঐ মৎস্য কর্মকর্তাকে উত্তর কোরীয় সৈন্যদের দ্বারা গুলি করে হত্যা করা হয়েছিল এবং তার দেহটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সিওল ।
এক দশকের মধ্যে উত্তর কোরিয়ার বাহিনী কর্তৃক দক্ষিণ কোরিয়ান নাগরিকের এমন হত্যাকাণ্ডে – দক্ষিণে ক্ষোভের সৃষ্টি হয়েছে।