ফুটবল

ক্ষিপ্ত রোনালদোর রোষের স্বীকার হলেন পর্তুগিজ কোচ

হতাশা, চাপা ক্ষোভ কখনও লুকান না ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্ষিপ্ত হলে মাঠেই তা বহিঃপ্রকাশ করেন। গতকাল রাতে আরও একবার দেখা গেল সেই রাগান্বিত রোনালদোকে। সার্বিয়ার কাছে হেরে পর্তুগালের কাতার বিশ্বকাপ অনিশ্চিত হয়ে যাওয়ার পর খোদ দলের কোচের ওপর তিনি ঝাড়লেন রাগ। মেলাতে চাইলেন না হাতও!

গতকাল রাতে সার্বিয়ার বিপক্ষে ন্যুনতম ড্র করলেই চলত পর্তুগালের। তাহলেই মিলত সরাসরি কাতার বিশ্বকাপে খেলার টিকিট। লিসবনে ম্যাচের মাত্র ২ মিনিটে রেনাতো সানচেজের গোলে এগিয়ে যাওয়ার পর পর্তুগাল এক পা দিয়েই ফেলে কাতারে।

তবে নাটকীয়তায় ঠাঁসা ম্যাচে পর্তুগাল এরপর হজম করে দুই গোল। যার শেষটি নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে।

কাতার বিশ্বকাপে খেলতে হলে পর্তুগালকে এখন উৎরাতে হবে প্লে-অফ পর্ব। হঠাৎ বিশ্বকাপ যাত্রা শঙ্কার মুখে পড়ায় রোনালদো মোটেও খুশি নন। দল হেরে যাওয়ার পর মাঠেই কাঁদেন এই তারকা। এরপর নিজের হতাশা, ক্ষোভ, ক্রোধ নানাভাবে প্রকাশ করতে থাকেন তিনি।

ম্যাচের পর প্রতিপক্ষ দলের বদলি খেলোয়াড় নেমানজা রাদোনিচের সঙ্গে করমর্দন করছিলেন রোনালদো। এ সময় তাকে সান্ত্বনা দিতে আসেন পর্তুগিজ হেড কোচ ফার্নান্দো সান্তোস। কোচকে দেখেই রোনালদোর রাগ যেন আরও বেড়ে যায়।

হতাশায় এদিক-ওদিক হাত ছুঁড়তে থাকেন তিনি। এ সময় চিৎকার কোচকে কি যেন বলছিলেন রোনালদো। যদিও সান্তোস রোনালদোর হাত একবার ধরেন। তবে অবস্থা বেগতিক দেখে তিনি মোটেও দেরি করেননি। মলিন মুখে দূরে সরে যান আবার।

ম্যাচের পর নিজের হতাশার কথা লুকাতে পারেননি পর্তুগালের আরেক ফরোয়ার্ড বার্নার্দো সিলভা। হারের ব্যাখ্যা দেওয়ার কোনো ভাষা যেন খুঁজে পাচ্ছিলেন না তিনি, ‘পর্তুগালের জন্য খুব বাজে একটি ম্যাচ ছিল। আমরা আগে একটি গোল করার পর যেন খেলাই বন্ধ করে দিয়েছিলাম। আমার কাছে এই হারের কোনো ব্যাখা নেই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 3 =

Back to top button