ক্ষুধার জ্বালায় ডাস্টবিনে খাবার খুঁজছে ভাল্লুক (ভিডিও ভাইরাল)
করোনাভাইরাসের কারণে সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে মানুষের পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যপ্রাণীরাও। ভারতের ছত্তিশগড়ে খাবার না পেয়ে লোকালয়ে বেরিয়ে পড়েছে ক্ষুধার্ত দুই ভাল্লুক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মন্দিরের ডাস্টবিনে খাবার খুঁজছে একটি ক্ষুধার্ত ভাল্লুক। কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে অন্য একটি ভাল্লুক।
ভাল্লুকের ফুটেজটি টুইটারে শেয়ার করেছিলেন মধ্যপ্রদেশের বন বিভাগের কর্মকর্তা অর্পিত মিশ্র। প্রায় দুই মিনিটের এই ভিডিওটি শেয়ার করে তিনি বলেন, মন্দিরে আগত ভক্তরা তাদের যে খাবার বা প্রসাদ দেয় এরা তার উপরই নির্ভরশীল। লকডাউনের ফলে সমস্ত ধর্মীয় স্থান বন্ধ ও কোনো জনসমাবেশও নিষিদ্ধ। এ জন্য খাবার পাচ্ছেনা ভাল্লুকগুলো।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোতে সাধারণ মানুষকে তাদের বাড়ির চারপাশে থাকা কুকুর, বিড়াল এবং পাখিদের খাওয়াতে অনুরোধ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিয়ুরাপ্পা।
পুরো ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে করোনা। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ১০৭৬ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের।
আজ বুধবার রাত ১০টা পর্যন্ত পাওয়া ‘করোনা ভাইরাস ইন্ডিয়া’ অ্যাপের তথ্য অনুযায়ী ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০৬ জন।