করোনাভাইরাসজাতীয়

খন্দকার মোশাররফ হোসেনের করোনা শনাক্ত

এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদ বেপারী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের করোনা শনাক্ত হয়েছে।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গেও শুক্রবার কথা হয় বিভিন্ন গণমাধ্যমের। গণমাধ্যমগুলোকে তিনি বলেন, তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছি। বৃহস্পতিবার রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে।

এ সময় তিনি আরো বলেন, আমার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। পরীক্ষা না করালে বুঝতেই পারতাম না যে আমিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =

Back to top button