চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই। তারা অক্লান্ত পরিশ্রম করে খালেদা জিয়ার চিকিৎসা করছেন। তাদের সুচিকিৎসার কারণে তার জ্বরটা নিয়ন্ত্রণে এসেছে।’
সরকারের নির্বাহী আদেশে বিশেষ শর্তে সাময়িক মুক্ত রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন করা হলেও তাতে সাড়া না মেলায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘আমাদের দুঃখ হয়, যে নেত্রী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর কারা নির্যাতন ভোগ করেছেন, তার চিকিৎসার জন্য আজকে সুযোগ দেয়া হয় না। বারবার বলা হয়েছে যে তার অ্যাডভান্সড ট্রিটমেন্ট দরকার। কিন্তু সরকার তাদের প্রতিহিংসার রাজনীতির কারণে এই সুযোগ থেকে তাকে বঞ্চিত করছে।’
উল্লেখ্য, গত ১১ এপ্রিল করোনা পজিটিভ রিপোর্ট আসে খালেদা জিয়ার। ১৫ এপ্রিল তার সিটি স্ক্যান করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। পরে তার শ্বাসকষ্ট অনুভব হলে সিসিইউতে স্থানান্তর করা হয়।
সিসিইউতে থাকা অবস্থায় ২৮ মে বেগম খালেদা জিয়া জ্বরে আক্রান্ত হন। পরে তাকে নতুন চিকিৎসা দেয় মেডিক্যাল বোর্ড। সেই চিকিৎসায় এখন তিনি অনেকটা সুস্থ বলে বিএনপি মহাসচিব জানালেন।