খালেদা জিয়ার বাসায় আরো ৮ জন করোনা আক্রান্ত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়াও তার বাসা ফিরোজার ৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার সন্ধ্যায় বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন তার চিকিৎসক ডা. মামুন।
তিনি বলেন, আল্লাহর রহমতে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো। তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। তার করোনা টেস্ট করিয়েছি এজন্য যে, আরো ৬ দিন আগে ওনার বাসার একজন স্টাফের হালকা জ্বর ভাব ছিল।
তখন তাকে আমরা করোনা টেস্ট করাই। তার রেজল্ট পজেটিভ আসে। পজিটিভ আসার পরে ওই স্টাফ যে রুমে থাকতো ওই রুমের অবস্থান করা অন্যদেরও আমরা করোনা টেস্ট করি।
তখন বাকীদেরও পজিটিভ আসে। পরে আমরা ম্যাডামের নিরাপত্তার জন্য বেগম জিয়ারও করোনা টেস্ট করাই গতকাল। আজ পজিটিভ রেজাল্ট আসে। এখন পর্যন্ত ওনার বাসায় নয়জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ম্যাডামের চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আমরা ওনাকে পর্যবেক্ষনে রাখছি।