Lead Newsরাজনীতি

খালেদা জিয়ার মুক্তির জন্য ড. কামালকে দাঁড়াতে বললেন জাফরুল্লাহ

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য আপনি (ড. কামাল হোসেন) রিভিউ পিটিশনের জন্য দাঁড়ান। আপনার নেতৃত্বে খালেদা জিয়া মুক্তি পাক। খালেদা জিয়া এ সপ্তাহে মুক্তি পাক।’
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। রাজনৈতিক এবং ষড়যন্ত্রমূলক মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই বছর কারাবাসের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সভাটির আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।
জাফরুল্লাহ বলেন, ‘দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে, খালেদা জিয়া যতদিন কারাগারে থাকবে ততদিন বিএনপির আর নির্বাচনে যাওয়ার প্রয়োজন নেই। দেশের সকল মানুষের এই সরকারের প্রতি অনাস্থা এবং যে নির্বাচন হচ্ছে সে নির্বাচন অর্থহীন।’
তিনি বলেন, ‘বিএনপি থাকুক আর না থাকুক। আপনি ড. কামাল হোসেনকে পদযাত্রায় নামতে হবে। আপনাকে সামনের সারিতে থাকতে হবে। আপনি সামনের সারিতে থাকবেন, আমরা পেছনে থাকব।’
দেশের বিচারপতিদের উদ্দেশে তিনি বলেন, ‘বিচারপতিদের অগ্নিপরীক্ষা দিতে হবে। তারা নতজানু হয়ে পড়েছেন। বিচারপতিরাও রক্ষা পাবেন না।’
ড. কামাল হোসেনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জেএসডির সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ বক্তৃতা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 1 =

Back to top button