রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি মিলেছে

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতির বিষয়ে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেন ঐক্যফ্রন্টের আট নেতা।

সেখানে খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের দেখা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। এই বিষয়ে পত্রপত্রিকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসছে। তাই আমরা উনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থা জানতে চাই। এজন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি চেয়েছি। উনি বলেছেন, দেখা করার জন্য কোনো বাধা নাই। আমরা  সবাই দেখা করতে পারব।

আ স ম আবদুর রব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের একসঙ্গে অথবা বিচ্ছিন্নভাবে দেখা করার জন্য উনি আইজি প্রিজনকে বলে দিবেন।

কবে বা কখন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এমন প্রশ্নে আ স ম রব বলেন, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আইজি প্রিজনকে বলবেন। আর আইজি প্রিজন আমাদের সবাইকে ফোন করে বলবেন, দেখা করার সময়। তার পরই আমরা ড. কামাল হোসেনের নেতৃত্বে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাব।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাতের সময় আ স ম আবদুর রবের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের একাংশের আহ্বায়ক নুরুল আমিন বেপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফেরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − nine =

Back to top button