খালেদ মাহমুদ সুজনই বলেছিলেন, সেমিফাইনাল খেলবে বাংলাদেশ
আজ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের খেলা। এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে সেমিফাইনালে কে কার মোকাবেলা করবে। একেবারে শূন্য হাতে ফিরেছে টিম বাংলাদেশ। খেলার মূল পর্বে একটি ম্যাচেও জয় পায়নি অধিনায়ক মাহমুদউল্লাহর দল।
ঘরের মাঠের পিচ নিয়ে প্রচুর সমালোচনা থাকলেও বিসিবির কর্তাব্যক্তিরা জয়েই মূল ফোকাস রাখার চেষ্টা করেছিলেন। তাদের ভাষ্য ছিল, জয়ের ধারাবাহিকতা বাংলাদেশ দলের জন্য আত্মবিশ্বাস জোগাবে। এমনকি, বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস ছিল, এবার সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পরিসংখ্যান কিছুটা ভদ্রোচিত হলেও টেস্টের মতো ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিসংখ্যান খুব বেশি বলার মতো নয়। তারপরও বিশ্বকাপের আগে নিজেদের মাঠে দুটিসহ মোট তিনটি সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ।
১০ অক্টোবর গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমার প্রত্যাশা সবসময় ভালো। বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে বিশ্বাস করি।’ নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দল থাকতে বাংলাদেশ কীভাবে সেমিফাইনাল খেলবে- এমন প্রশ্নে সুজনের জবাব ছিল, এই সংস্করণটা এমনই, যে কেউ এখানে যে কাউকে হারাতে পারে।’
উল্লেখ্য, বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সফরে গিয়ে বাংলাদেশ তাদের হারিয়েছিল ২-১ ব্যবধানে। এরপর দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-১ এবং নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।
সব মিলিয়ে ১৩ ম্যাচের নয়টিতেই জয়লাভ করে টাইগাররা। কিন্তু জয়ের এই টনিক তাদের ওপর কাজ করেনি। ফলে সুপার টুয়েলভ পর্বে পয়েন্ট শূন্য অবস্থায় একেবারে তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে টাইগাররা।