অপরাধ ও দূর্ঘটনা

খুনের নাটক সাজিয়ে পালাতে গিয়ে আটক প্রেমিকযুগল

খুনের নাটক সাজিয়ে পালাতে গিয়ে নাটোরের বড়াইগ্রামে পুলিশের হাতে আটক হয়েছে এক প্রেমিক যুগল।

বৃহস্পতিবার (১৪ই মে) দুপুরে, পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই ঘটনা জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি জানান, কথিত ভিকটিম প্রেমিকা মুক্তির সঙ্গে আবিদের পরিচয় হয় ৬/৭ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে। কথোপকথনে তাদের সম্পর্ক আরও গভীর হয় এবং তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করে। মেয়েটি বিবাহিত হলেও তা কৌশলে চেপে যায়। পালানোর ৩-৪ দিন আগে মেয়েটি তাকে হত্যা করা হয়েছে এই রকম কতিপয় ছবি তার মোবাইলে তুলে রাখে। পরে তা এডিট করে সংরক্ষণ করে পালিয়ে যাওয়ার এক পর্যায়ে কথিত ভিকটিম তার মোবাইল থেকে ওই ছবিগুলো এবং তাকে কেউ একজন হত্যা করেছে এমন একটি খুদে বার্তা তার জাকে (স্বামীর ভাইয়ের স্ত্রী) পাঠিয়ে মোবাইল বন্ধ করে দেয়। এতে করে দুই পরিবারের লোকজনসহ সকলের আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। মুক্তির স্বামী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।

এই মামলার সূত্র ধরে নাটোর পুলিশের একটি দল ময়মনসিংহ পুলিশের সহায়তায় কথিত ভিকটিম মুক্তি এবং তার প্রেমিক আবিদকে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।  পরে, তাদের জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + fifteen =

Back to top button