খুলনায় আক্রান্ত চিকিৎসককে হেলিকপ্টারে ঢাকায় আনা হলো
করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (ইউরোলজি বিভাগ) ডা. মাসুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছে।
বুধবার রাত ১০টার কিছু সময় পর রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মাসুদকে বহনকারী বিমানবাহিনীর হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এর আগে রাত রাত ৯টা ২০ মিনিটে খুলনা থেকে মাসুদকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
রাতে আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শনিবার করোনা পজেটিভ হওয়ার পর খুলনায় চিকিৎসাধীন ছিলেন মাসুদ। এরপর তিনি খুলনা ডায়বেটিক হাসপাতালে আইসোলিশনে ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়। এরপরই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে তাকে ঢাকার আনার সিদ্ধান্ত হয়।
এই চিকিৎসক মাশরাফি বিন মুর্তজার দূর-সম্পর্কের নানা বলে গণমাধ্যমে জানিয়েছেন খুমেকের উপাধ্যক্ষ।
রাতে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন গণমাধ্যমে জানান, মাসুদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সরকারের সদিচ্ছা এবং খুলনা জেলা প্রশাসকের সমন্বয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের এক চিকিৎসক মারা যান। এছাড়া দেশে চিকিৎসকসহ তিন শতাধিক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত।