গণটিকার নামে গণপ্রতারণা শুরু করেছে সরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে গণহারে করোনা সংক্রমণের শঙ্কা তৈরি হয়েছে।
আজ রোববার (৮ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন জেলায় করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, এরইমধ্যে দেশের সব জেলায় করোনা হেল্প সেল খোলা হয়েছে, পাঠানো হচ্ছে ওষুধ সামগ্রী। অবিলম্বে করোনা টিকা সংগ্রহ ও বিতরণের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গণটিকা কার্যক্রমে দলীয় লোকদের ভ্যাকসিন দিচ্ছে সরকার। গণটিকা থেকেও ক্ষমতাসীনরা মুনাফা আদায় করছে বলে অভিযোগ করেন তিনি।