গণস্বাস্থ্যের কিট উদ্ভাবক দলের ড. ফিরোজ সস্ত্রীক করোনায় আক্রান্ত
সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ টেস্ট কিট উদ্ভাবনকারী দলের অন্যতম সদস্য এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ।
আজ শুক্রবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করে ড. ফিরোজ আহমেদ বলেন, ঈদের দিন থেকে আমি ও আমার স্ত্রী জ্বর অনুভব করছিলাম। পরদিন গণস্বাস্থ্য কেন্দ্রে নিজের উদ্ভাবিত কিট দিয়ে আমার পরীক্ষা করে পজিটিভ পাই।
তিনি বলেন, নোয়াখালীতে ফিরে যাওয়ার পর ২৭ তারিখ আবার পিসিআর ল্যাবে টেস্ট করাই। ওই পরীক্ষাতে দুই জনেরই পজিটিভ আসে। পরে গণস্বাস্থ্যের কিট দিয়ে স্ত্রীর পরীক্ষাতেও একই ফলাফল আসে।
বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ড. ফিরোজ বলেন, জটিল কোনও উপসর্গ নেই। আমরা ভালো আছি। মাঝে মাঝে জ্বর অনুভূত হয়। আমার স্ত্রীর তেমন কোনোই সমস্যা হচ্ছে না।
করোনা আক্রান্তদের জন্য পরামর্শ দিয়ে তিনি বলেন, আতঙ্কিত হবেন না। স্বাভাবিক খাবার খেতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। বেশি করে ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খেতে হবে।
উল্লেখ্য, ড. বিজন শীলের নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা শনাক্তকরণ র্যাপিড টেস্টিং কিট উদ্ভাবন কাজের সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলেন ড. ফিরোজ আহমেদ। তিনি নোবিপ্রবির মালেক উকিল হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ গ্রাজুয়েট মাইক্রোবায়োলজি সোসাইটির সভাপতি হিসেবেও কাজ করছেন তিনি। ড. ফিরোজ আহমেদের স্ত্রী ডা. সামিনা সুলতানা একজন বিশেষজ্ঞ গাইনি ডাক্তার।