গণস্বাস্থ্য এবার উদ্ভাবন করছে করোনার আইজিজি
করোনাভাইরাস শনাক্তের কিট আবিষ্কারের পর এবার নিজস্ব ল্যাবে করোনাভাইরাসের আইজিজি (অতীতে যেকোনো সময় সংক্রমিত হয়ে থাকলে তা শনাক্ত) পরীক্ষার পদ্ধতি চালুর প্রক্রিয়া শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে এই উদ্ভাবনের প্রটোকল সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হবে। তথ্যটি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ গবেষণা বিভাগের সমন্বয়কারী ডা. মুহিবুল্লাহ খন্দকার।
তিনি জানান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থাকা তাদের করোনা পরীক্ষায় উদ্ভাবিত এন্টিবডি কিটের ট্রায়াল প্রক্রিয়া শেষ হয়েছে। এখন প্রতিবেদন তৈরির কাজ চলছে; যা সম্পন্ন হলেই ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, তাদের উদ্ভাবিত অ্যান্টিজেন পরীক্ষার কিট নিয়ে কিছুটা জটিলতা দেখা দেয়ায় তারা এর জন্য আরেকটি ডিভাইস এরই মধ্যে নতুন করে তৈরি করেছে।আশা করা যায়, দুই-তিন দিনের মধ্যেই তা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ট্রায়ালের জন্য জমা দেয়া হবে।