গত দুই সপ্তাহে নিউজিল্যান্ডে নতুন কোন করোনা রোগী আক্রান্ত হয়নি!
অবশেষে নিউজিল্যান্ড করোনাভাইরাস মুক্ত হল। আজ সোমবার দেশটির কর্তৃপক্ষ জানায়, নিউজিল্যান্ডে আর কোন করোনা রোগী নেই। সর্বশেষ করোনা রোগী সুস্থ হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ সপ্তাহে দেশটিতে নতুন করে কোন করোনায় শনাক্ত হয়নি।
করোনামুক্ত হওয়ায় দেশটিতে আজ মধ্যরাত থেকে সকল প্রকার বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে। তবে শুধু মাত্র সীমান্ত বন্ধ থাকছে।
সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন ঘোষণা দেন, দেশের ভেতর সকল প্রকার কড়াকড়ি তুলে নেয়া হবে। ভাইরাস দমনে দেশের মানুষ যেভাবে একাত্ম হয়ে ত্যাগ স্বীকার করেছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন আরডের্ন।
তবে তিনি বলেছেন, আবারো রোগী পাওয়া যাবে নিশ্চিত, সেটা নিয়ে সতর্ক থাকতে হবে।
করোনা নিয়ন্ত্রণে দেশটিতে পাঁচ সপ্তাহের কঠোর লকডাউন চলে। ১৯শে মার্চ যখন লকডাউন হয় নিউজিল্যান্ড, তখন দেশটিতে রোগীর সংখ্যা ছিল ৩০। এর পর এপ্রিলের শেষ দিকেই নতুন করে রোগীর সংখ্যা শূন্যের কোটায় চলে আসে। মে মাস থেকেই নানাভাবে তুলে নেয়া হয় কড়াকড়ি।
ওয়ার্ল্ডওমিটার-এর তথ্য অনুযায়ী, দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয় এক হাজার ৫০৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। আক্রান্তের অন্যান্য সবাই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।