হাস্যরস

গরীবদের ওপর রচনা

বিরাট ধনীর আদুরে কন্যা পরীক্ষার হলে গিয়ে দেখল গরীবদের ওপর রচনা লিখতে হবে ।
সে লিখতে শুরু করল : এক দেশে একটি খুবই গরীব পরিবার ছিল । বাবা গরীব, মা গরীব, বাচ্চারাও গরীব । বাড়িতে ৪ জন কাজের লোক ছিল, তারাও গরীব। তাদের BMW গাড়িটাও ভাঙ্গাচোরা ছিল । বাচ্চাদের ছিল পুরনো আইফোন মোবাইল । বাড়িতে ছিল মাত্র ৪টা সেকেন্ড হ্যান্ড এসি । পুরোপরিবারটা সত্যিকা অর্থেই গরীব । আসলেই গরীব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 16 =

Back to top button