গরুচোর সন্দেহে রশিতে বেঁধে নির্যাতন : সেই মা-মেয়ের জামিন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় গরু চুরির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার মা ও মেয়ের জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব এ আদেশ দেন।
এ বিষয়ে চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, গরু চুরির মামলার পাঁচ আসামির মধ্যে তিনজন নারীকে জামিন দেওয়া হয়েছে। বাকি দুজন পুরুষ আসামির জামিন নাকচ করা হয়েছে।
ওমর ফারুক জানান, জামিনপ্রাপ্তরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার পারভীন আক্তার (৫৫) ও তাঁর দুই মেয়ে সেলিনা আক্তার (২৮) ও রোজিনা আক্তার (২৫)।
অন্যদিকে, জামিন নামঞ্জুর হয়েছে পারভীন আক্তারের ছেলে মোহাম্মদ আরমান (৩০) ও পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মোহাম্মদ ছুট্টুর (৩৮)।
এর আগে গত শুক্রবার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে গরুচোর সন্দেহে এক রশিতে বেঁধে মা ও তরুণী মেয়েকে নির্যাতনের ঘটনা ঘটে। এরপরই মা-মেয়েকে পুলিশে দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরানুল ইসলাম। শুক্রবার দুপুরে হারবাং ইউনিয়নের পহরচাঁদা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রশিতে বাঁধা অবস্থায় মা-মেয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এবং চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ঘটনার দিন তিনি এলাকায় ছিলেন না। পারিবারিক অনুষ্ঠানের কারণে ওই দিন তিনি চট্টগ্রামে ছিলেন। স্থানীয় জনতা গরুচোর সন্দেহে মা ও মেয়েকে আটক করলে তিনি পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন দিয়ে সহায়তা করেন বলে জানান।