গাজীপুরে নিজেকে নবী দাবি, এলাকাবাসীর বিক্ষোভ
গাজীপুরে এক ব্যক্তি নিজেকে নবী হিসেবে দাবি করায় এলাকাবাসীর মাঝে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সোমবার উত্তেজিত লোকজন গাজীপুর মহানগরীর ধীরাশ্রম বাজার এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছে।
এলাকাবাসী জানান, গত শুক্রবার জুম্মার নামাজ শেষে গাজীপুর মহানগরীর পূর্ব ধীরাশ্রম মৃত জিন্নত আলীর ছেলে আব্বাস আলী (৫৫) স্থানীয় মসজিদে আগত মুসল্লিদেরকে রোববার দুপুরে তার বাড়িতে আয়োজিত মিলাদে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ করেন। এরপ্রেক্ষিতে প্রায় ৮০ থেকে ৮৫ জন আব্বাস আলীর বাড়িতে উপস্থিত হন।
এ সময় আব্বাস আলী নিজে নবী দাবি করলে তার বাড়ি থেকে সবাই বের হয়ে যান। পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে অসন্তোষের সৃষ্টি হয়। এর প্রতিবাদে এবং আব্বাসকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সোমবার উত্তেজিত লোকজন স্থানীয় ধীরাশ্রম বাজার এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছে।
জিএমপি’র সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম এ ব্যাপারে বলেন, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্ত আব্বাস আলীকে পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে। তাকে আটক করা গেলেই প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।