আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ পাক কূটনীতিককে বহিষ্কার করল ভারত

ভারতে নিযুক্ত দুজন পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। গুপ্তচরবৃত্তির অভিযোগে এই দুজনকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান কূটনৈতিক মিশনে নিযুক্ত দুই কর্মকর্তার পদমর্যাদা সঙ্গে অসঙ্গতিপূর্ণ তৎপরতার কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, বহিষ্কার হওয়া এই ২ কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, খবর আলজাজিরা।

বহিষ্কার হওয়া দুই পাকিস্তানি কর্মকর্তা দেশে ফিরেছেন। পাকিস্তান দূতাবাসের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, দুই পাকিস্তানি কর্মকর্তার বহিষ্কারের এই আদেশে নিন্দা প্রকাশ করেছে পাকিস্তান। এ বিষয়ে দেশটির ইসলামাবাদে অবস্থিত ভারতের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে দেশটি।

গুপচরবৃত্তির এই অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, ভারতের এই পদক্ষেপ কূটনৈতিক সম্পর্কের বিষয়ে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + sixteen =

Back to top button