Lead Newsআইন ও বিচার

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: দুই আসামি ৬ দিনের রিমান্ডে

নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় বিবস্ত্র করে নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার আব্দুর রহিম ও রহমত উল্লাহর তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল রবিবার নোয়াখালী থেকে আব্দুর রহিম ও রহমত উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনার ৩২ দিন পর রবিবার রাতে, ৯ জনের নামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগে পৃথক দু’টি মামলা করেন নির্যাতিতা গৃহবধূ।

এদিকে, ঐ নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এর আগে, ঘটনায় জড়িত প্রধান আসামি বাদল এবং সন্দেহভাজন আসামি দেলোয়ারকে রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব।

পরে আজ (সোমবার) দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দুইজনই অপরাধের কথা স্বীকার করেছেন।

গত ২রা সেপ্টেম্বর স্বামীকে বেঁধে রেখে ওই নারীকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন চালায় স্থানীয় বখাটেরা। শুধু নির্যাতন করেই ক্ষান্ত হননি এ সময় মারধরের ভিডিও মোবাইলে ধারণ করেন তারা।

ভিডিওটি সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী এবং আসামীদের গ্রেফতার করতে তৎপর হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Back to top button