শিল্প ও বাণিজ্য
গ্রামীণফোনের ওপর বিধিনিষেধ স্থগিত চেয়ে রিট
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিধিনিষেধ স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠানটির আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান সোমবার রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান জানান, বিটিআরসি আরোপ করা বিধিনিষেধ স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
তবে বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তির বিষয়ে গ্রামীণফোন সিদ্ধান্ত নিয়েছে। আপাতত রিট শুনানি করা হচ্ছে না।