গ্রামে ঘুরছিল ১৫ ফুট কোবরা, ধরা পড়ায় স্বস্তি
আতঙ্কে ঘুম উধাও হয়ে গিয়েছিল ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি গ্রামবাসীর। হওয়ারই কথা, গ্রামের মধ্যে যে ঘুরে বেড়াচ্ছে একটি কিং কোবরা। আতঙ্কে গ্রামবাসীর অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল। খবর দেওয়া হয় বন অধিদপ্তরে। অবশেষে বন অধিদপ্তরের কর্মীরা পাকড়াও করে সাপটিকে। তার পরই স্বস্তি ফেরে গ্রামবাসীর মধ্যে।
সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার বাইরে থোন্দামুথুর থানা এলাকার নরসিপুরম গ্রামে। গ্রামটি পশ্চিমঘাট পর্বতমালার ভেল্লিয়ানগিরি পর্বতের পাদদেশে অবস্থিত। পশ্চিমঘাট পর্বতমালার জীববৈচিত্র্যের কথা সবারই জানা। মাঝেমধ্যেই জঙ্গল থেকে অনেক পশু এই গ্রামে চলে আসে। কিন্তু কোবরার মতো বিষধর সাপ গ্রামের মধ্যে ঢুকে পড়ার ঘটনা এই প্রথম ঘটল বলে জানিয়েছে গ্রামবাসী।
তবে বন অধিদপ্তরের কর্মীরা জানিয়েছে, পশ্চিমঘাট পর্বতমালায় এরকম বিষধর কোবরা প্রচুর রয়েছে। অনেক সময় খাবারের অভাব হলে লোকালয়ে চলে আসে তারা। ছোট জন্তু মেরে খেয়ে নেয়। কোনোভাবে এই সাপটিও লোকালয়ে চলে এসেছিল।
বিষধর সাপের থেকে যেমন মানুষের ভয় রয়েছে, তেমনই মানুষের থেকেও বন্যপ্রাণীদের ভয় থাকে। তাই অনেক কষ্টে খুঁজে বের করতে হয়েছে সাপটিকে। একটি ঝোঁপের মধ্যে লুকিয়ে ছিল ১৫ ফুট লম্বা এই কিং কোবরা।
জানা গেছে, সাপটিকে ধরে সিরুবনি জঙ্গলে নিয়ে যান বন অধিদপ্তরের কর্মীরা। তারপর সেখানে তাকে ছেড়ে দেওয়া হয়।