Lead Newsকরোনাভাইরাসজাতীয়

ঘরের ভিতর ডেঙ্গু বাইরে গেলে করোনা, মুক্তি মিলবে সচেতনতায়

দেশে করোনার ভয়াবহতার মধ্যেই অনেকটা নিরবে ছড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। রোদ বৃষ্টির এমন আবহাওয়ার মধ্যেই টব বা বাসা বাড়ির জমানো পানিতে বাড়ছে এডিস মশার লার্ভা। সিটি করোপরেশন বাসা-বাড়িতে এরই মধ্যে শুরু করেছে অভিযান।

তবে বিশেষজ্ঞরা বলছেন, দুই রোগের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় জনসতেচনতা।

করোনা ভাইরাসের সংক্রমণে যেখানে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে দেশের হাতপাতালগুলো। তখন আরেক মৌসুমী প্রকোপ ডেঙ্গু। যেহেতু বাসা-বাড়ির জমানো পানিতেই এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে তাই সম্প্রতি সেসব বাসায় অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। তাই যাদের বাসায় পাওয়া যাচ্ছে এডিসের লার্ভা তাদের জরিমানাও করা হচ্ছে।

সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মালিকদের আমরা সতর্ক করে দিচ্ছি। প্রয়োজনে জেল জরিমানাও করা হচ্ছে।

ঢাকায় এডিস মশার লার্ভা নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন, চলতি মৌসুমেই বাড়তে পারে এডিসের বংশবৃদ্ধি।

অন্যদিকে করোনায় আক্রান্তের সংখ্যা যখন প্রতিদিনই রেকর্ড করছে। তখন সাধারণ মানুষ করোনার স্বাস্থ্যবিধি ভেঙে ভিড় করছেন শপিংমল থেকে শুরু করে সবখানে। চিকসৎকরা বলছেন, সচেতন না হলে চ্যালেঞ্জ হবে সব মানুষের চিকিৎসা নিশ্চিত করা।

ডাক্তার নাহিদ বলেন, আমরা ঘর থেকে অপ্রয়োজনে বের হব না। করোনা রোগীর সংখ্যা কম হলে হাসপাতালের ওপর চাপও কম থাকবে।

ঘরে ডেঙ্গু-বাইরে করোনা। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে পরিস্কার রাখতে হবে বাসাবাড়ি, পাশাপাশি এমন জনসমাগম এড়িয়ে মানতে হবে করোনা স্বস্থ্যবিধি। তাহলে দুই মানব শত্রুকে ঘায়েল করা সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 10 =

Back to top button