ঘরে ঈদের নামাজ আদায়ের ফতোয়া সৌদি গ্র্যান্ড মুফতির
বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী মুসলমানদেরকে ঘরে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির বৈজ্ঞানিক গবেষণা কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখ।
ব্যতিক্রমী ও জরুরি পরিস্থিতিতে ঈদের নামাজ বাড়িতে পড়া জায়েজ উল্লেখ করে তিনি বলেছেন, অন্যান্য নামাজ যেমন একাই ঘরে আদায় সম্ভব, ঈদের নামাজও তেমনি আদায় করা যাবে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গ্র্যান্ড মুফতি বলেছেন, পৃথিবীর জন্য মারাত্মক এক সঙ্কটের সময় চলছে। কঠিন পরিস্থিতিতে ঘরেই ঈদুল ফিতরের নামাজ আদায় করা উত্তম হবে। পাশাপাশি যতটা সম্ভব পরিবারের পাশে থাকা উচিত। কারণ অন্য সময় ব্যস্ততার কারণে আমরা তাদের হক নষ্ট করে থাকি।
এদিকে ঈদের আগের দিন থেকে পাঁচদিন পুরো সৌদি আরব জুড়ে ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করেছে সৌদি সরকার।
অন্যদিকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শরয়ী কাউন্সিলও বিশ্বের সব মুসলমানকে ঘরেই ঈদের নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামি শরীয়তের মূল উদ্দেশ্যে হচ্ছে মানুষের জীবন রক্ষা করা। তাই এবার ঈদের নামাজ ঘরেই আদায় করা উচিত।
করোনার প্রকোপের বিশ্বের বেশিরভাগ দেশে বন্ধ রয়েছে মসজিদগুলো। কয়েকটি মুসলিম প্রধান দেশে শর্তজুড়ে খুলে দেয়া হয়েছে মসজিদ। কিন্তু ঈদের নামাজ নিয়ে দ্বিধায় আছে দেশগুলো। কারণ ঈদের নামাজে সামাজিক দূরত্ব বজায়সহ স্বাস্থ্যবিধি মানা বেশ কঠিন।