Lead Newsশিক্ষাঙ্গন
ঘূর্ণিঝড় ‘বুলবুল’: সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত
প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে আগামী সোমবারের (১১ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আগামী ১৩ ও ১৬ নভেম্বর যথাক্রমে জেএসসি ও জেডিসি’র স্থগিত ওই পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে শনিবারের পূর্বনির্ধারিত পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়। আগামী ১২ ও ১৪ নভেম্বর যথাক্রমে জেএসসি ও জেডিসি’র স্থগিত ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।