চট্টগ্রামের খালে নিখোঁজ পথচারীর খোঁজ মেলেনি এখনো
নগরীর মুরাদপুরে চশমা খাল সংলগ্ন বড় নালায় পড়ে নিখোঁজ পথচারী ছালেহ আহমদের (৫৫) সন্ধানে তল্লাশি অব্যাহত আছে।
তবে শুক্রবার বিকেল পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। অভিযানে থাকা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, তল্লাশি চলছে, এখনো তার সন্ধান মেলেনি। সকালে তৃতীয় দিনের মতো মীর্জা খালের শমসের পাড়া পয়েন্টে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
খালের জঞ্জাল ঠেলে খোঁজা হচ্ছে লাশ। নিখোঁজ পথচারীর স্বজনদের অনেকেই তার লাশ খুঁজছেন। তারাও এখন হতাশ। তিন দিনেও ছালেহ আহমদের খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে।
বুধবার সকালে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন ছালেহ আহমদ। তখন বৃষ্টিতে সড়ক, নালা একাকার হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পানিতে স্রোত থাকায় তিনি দ্রুত তলিয়ে যান। দুর্ঘটনার পর থেকে তার সন্ধানে চশমা খাল থেকে কালুরঘাট কর্ণফুলী নদীর মুখ পর্যন্ত বিভিন্ন খাল নালায় অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।