Lead Newsআইন ও বিচার

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে এসআই লিয়াকতসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে বাহারছড়া পুলিশ ফাঁড়ির বরখাস্ত হওয়া ইনচার্জ, অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় কারাগারে আটক এসআই লিয়াকত আলী ও তিন পুলিশ সদস্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।

বুধবার বিকালে মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে এ মামলা দায়ের করেন জসিমউদ্দিন নামে এক ব্যবসায়ী। আদালত মামলা আমলে নিয়ে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছে।

এসআই লিয়াকত ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- সাতকানিয়া থানার এসআই নজরুল, দাউদকান্দি থানার এসআই হান্নান, জিয়াউর রহমান, বিসনুপদ পালিত, কাজল কান্তি বৈদ্য ও এস এম সাহাবউদ্দিন।

বাদীর আইনজীবী জুয়েল দাশ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন বাদী কিন্তু  শুনানিকালে আদালত তিন পুলিশ কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে নির্দেশ দিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ১৪ জুন ব্যবসায়ী জসিমকে একটি মামলায় জিজ্ঞাসাবাদের কথা বলে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নিয়ে আসেন এসআই লিয়াকত। পরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করেন। ব্যবসায়ী আড়াই লাখ টাকা দেয়ার পর তাকে একটি চুরির মামলায় আদালতে চালান দেয়া হয়। প্রায় ২০ দিন জেলে থাকার পর জামিনে মুক্ত হন ওই ব্যবসায়ী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + two =

Back to top button