দেশবাংলা
চট্টগ্রাম বিমানবন্দর থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ
আজ (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। তবে, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্লাইটটির মাধ্যমে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ফ্লাইটির সিটের নিচ থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম কাস্টমসের ডিসি রোকসানা খাতুন । তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর বাজার মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যাচাই বাছাই করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।