Lead Newsশোবিজ

চলে গেলেন ভারতীয় অভিনেতা ইরফান খান

শেষ পর্যন্ত মৃত্যুর কাছেই হার মানলেন বলিউডের গুণী অভিনেতা ইরফান খান। আজ বেলা ১২টার খানিকক্ষণ আগে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘পিকু’খ্যাত এ অভিনেতার মৃত্যুর খবরটি বেলা ১২:০৫ মিনিটে টুইটার একাউন্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁরই চলচ্চিত্রনির্মাতা বন্ধু সুজিত সরকার।

এর আগে কোলন ইনফেকশনজনিত সমস্যায় মঙ্গলবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালের আইসিইউতে রাখা হয় তাঁকে। মাত্রই দিনকয়েক আগে মাকে হারান তিনি। এরপরই মানসিকভাবে আরো ভেঙে পড়েন আগে থেকেই ক্যান্সারের সঙ্গে লড়াইরত এ গুণী অভিনেতা।

বেশ ক’বছর ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন তিনি। বিদেশে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে কয়েক মাস আগে দেশে ফিরেন। এখানেও নিয়মিত চিকৎসার মধ্যেই ছিলেন তিনি।

এদিকে গত শনিবার রাজস্থানের জয়পুরে মারা যান তার মা সইদা বেগম। লকডাউনের কারণে মাকে কাছে থেকে শেষবারের মতো দেখতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সের সাহায্যে মাকে দেখেন।

ধারণা করা হচ্ছে মাকে হারানো শোক সামলাতে না পেরেই আবারও অসুস্থ হয়ে পড়েন ৫৪ বছর বয়সী ইরফান খান। মৃত্যুকালে স্ত্রী সুতপা শিকদার ও দুই ছেলেকে রেখে গেছেন বলে জানা গেছে।

২০১৮ সালের শুরুতে নিজের ক্যান্সারের চিকিৎসা করাতে যুক্তরাজ্যে পাড়ি জমিয়ে ছিলেন ইরফান খান। দেড় বছরেরও বেশি সময় পরে দেশে ফেরেন তিনি। মুম্বাই বিমানবন্দরে তাকে হুইল চেয়ারে বসা অবস্থায় দেখা গিয়েছিল।

কিছুটা সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ নামে একটি সিনেমার শুটিং করেন। সম্প্রতি মুক্তিও পায় সিনেমাটি। ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে দেখা যাচ্ছে এটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 1 =

Back to top button